
প্রকাশিত: Tue, Feb 7, 2023 5:42 PM আপডেট: Sat, May 10, 2025 1:19 PM
প্রতিকূলতার মধ্যেই উদ্ধারকাজ, ৭ দিনের রাষ্ট্রীয় শোক
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
সাজ্জাদুল ইসলাম: গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে অন্তত ৩৪১৯ জন এবং সিরিয়ায় ১৬০২ জন মারা গেছেন। আহত হয়েছে ২০ হাজারেরও বেশি। বিধ্বস্ত এলাকাগুলোতে এখন অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাচ্ছেন ২৪ হাজার উদ্ধার কর্মী। প্রচণ্ড শীতসহ কঠিন পরিস্থিতি উপেক্ষা করে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিবিসি, রয়টার্স
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপে প্রথম ৭.৮ মাত্রার প্রলয়ংকরি ভূমিকম্প যখন আঘাত হানে তখন লোকজন ঘুমিয়ে ছিল। একই দিন দুপুর দেড়টায় দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে। এটি কোন আফটার শক ছিল না। প্রথম ভূমিকম্পে কেবল তুরস্কেই ২৯০০ জন নিহত ও ১৫০০০জন আহত হয় । আর সিরিয়ায় নিহত হয়েছে এক হাজার চারশ’রও বেশী মানুষ।
উভয় দেশে বিধ্বস্ত হাজার হাজার ভবনের ধবংসস্তুপের নীচে চাপা পড়া লোকদের উদ্ধার ও বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানোর পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভূমিকম্প বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ পাঠানো শুরু করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সোমবারের টুইন ভূমিকম্পকে ১৯৩৯ সালের এরজিনকানে সংঘটিত ভূমিকম্পের পর “সবচাইতে ভয়াবহ ভূমিকম্প” বলে অভিহিত করেছেন। এরজিনকানের ভূমিকম্পে নিহত হয় ৩৩০০০ মানুষ।
তুরস্কের ডিজাস্টার এন্ড ইমার্জেন্সি অথরিটি(এএফএডি) সোমবার দিন শেষে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ৫৫০০ ভবন বিধ্বস্ত হয়। ধ¦ংসস্তুপের নীচ থেকে ৬৪০০ জনেরও বেশী লোককে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেন, তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে ১৪৫টি ভূকম্পন সংঘটিত হয় যার মধ্যে তিনটি ছিল শক্তিশালী। যার মাত্রা ছিল ৬ এর উপরে। ডেইলি সাবাহ’র খবরে ভূকম্পনের সংখ্যা ১৮৫ বলে উল্লেখ করা হয়েছে।
তুরস্ক সরকার ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এ কথা জানান। সোমবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, সপ্তাহব্যাপী শোক দিবস পালনকালে তুরস্কের বাড়িতে ও সারা বিশ্বে তুর্কী দূতাবাসে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হবে। সম্পাদনা: রাশিদ রিয়াজ, সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
